হাতীবান্ধায় ২ মাদক ব্যবসায়ী আটক
লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১০পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ) দিনগত রাতে উপজেলা সদরের হাতীবান্ধা ফিলিং স্টেশন এলাকার মোস্তফা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, হাতীবান্ধা উপজেলার দাক্ষণ গড্ডিমারী এলাকার আব্দুল কাদেরের ছেলে রাজিব হোসেন (২৪) ও সিংগিমারী এলাকার হোসেন খানের ছেলে পলাশ খান (৩৪)।
হাতীবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালানো হয়।
এসময় একটি মোটরসাইকেলে থামিয়ে দুই আরোহীর শরীর তল্লাশী করে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় একটি মামলা হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, আসামিদের দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।