ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলা-লক্ষ্মীপুর রুটে পারের অপেক্ষায় দুই শতাধিক যানবাহন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
ভোলা-লক্ষ্মীপুর রুটে পারের অপেক্ষায় দুই শতাধিক যানবাহন ভোলা-লক্ষ্মীপুর রুটে পারের অপেক্ষায় দুই শতাধিক যানবাহন

ভোলা: ভোলা-লক্ষ্মীপুর রুটে পারের অপেক্ষায় আটকে রয়েছে দুই শতাধিক যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ডুবোচর, ফেরির ট্রিপ কমে যাওয়া এবং ফেরি সংকটে এ অবস্থার সৃষ্টি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (০৮ মার্চ) বিকেল পর্যন্ত ভোলা অংশের ইলিশ ঘাটে ৭০টি এবং লক্ষ্মীপুর অংশের মজু চৌধুরীর ঘাটে ৮০টি যানবাহন পারের অপেক্ষায় ছিল। বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে যা আরও বেড়েছে।

ভোলা-লক্ষ্মীপুর রুটের ইনচার্জ আবু আলম বাংলানিউজকে জানান, ফেরি ও ডুবোরচর সংকটের কারণে ফেরি ট্রিপ কমে গেছে। বর্তমানে দুটি ফেরি দুই রাউন্ড করে চার বার যাতায়াত করছে। এতে গড়ে ৪০টি যানবাহন পারাপার হচ্ছে আর বাকিগুলো অপেক্ষমান থাকছে।

তিনি বলেন, লাইনজট কমাতে এ রুটে আরও একটি ফেরি দেওয়ার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাড়তি ফেরি দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এনটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।