বুধবার (০৮ মার্চ) বিকেল পর্যন্ত ভোলা অংশের ইলিশ ঘাটে ৭০টি এবং লক্ষ্মীপুর অংশের মজু চৌধুরীর ঘাটে ৮০টি যানবাহন পারের অপেক্ষায় ছিল। বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে যা আরও বেড়েছে।
ভোলা-লক্ষ্মীপুর রুটের ইনচার্জ আবু আলম বাংলানিউজকে জানান, ফেরি ও ডুবোরচর সংকটের কারণে ফেরি ট্রিপ কমে গেছে। বর্তমানে দুটি ফেরি দুই রাউন্ড করে চার বার যাতায়াত করছে। এতে গড়ে ৪০টি যানবাহন পারাপার হচ্ছে আর বাকিগুলো অপেক্ষমান থাকছে।
তিনি বলেন, লাইনজট কমাতে এ রুটে আরও একটি ফেরি দেওয়ার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাড়তি ফেরি দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এনটি/আইএ