ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কসবায় একই স্থানে দুই পক্ষের অনুষ্ঠানের ঘোষণায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সরাইলে বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে রাত ১২টা এবং কসবায় সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
সরাইল উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলা যুবলীগের দুটি গ্রুপ সেখানকার শাহজাদাপুর ইউনিয়নে পাল্টাপাল্টি কমিটি দেয়।
এদিকে, কসবার কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তিন তলা ভবন উদ্বোধন উপলক্ষে পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই সময়ে স্থানীয় কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখানে বিদ্যালয় পরিচালনা কমিটির প্যানেল ঘোষণার জন্য সভা আহ্বান করেন। পরে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইসরাত ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
এনটি/আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।