বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে সীমান্তের ওই অংশে গিয়ে দেখা যায়, বাংলাদেশ অংশে কড়া নজরদারীতে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) ভারত অংশেও সতর্ক অবস্থানে রয়েছে সে দেশের সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।
এদিকে নিহত আনসার সদস্য নওশের আলী ও নিখোঁজ মো. সুমন কাউকেই ফিরে পায়নি বাংলাদেশ।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতোমধ্যেই পাতাকা বৈঠক সম্পন্ন হয়েছে।
বিএসএফ জানিয়েছে, নিহত আনসার সদস্য নওশের আলীর মরদেহের ময়নাতদন্তের পরে তা ফেরত দেওয়া হবে।
তবে ঠিক কখন ফেরত দেওয়া হবে তা তারা কিছু বলেনি। নিখোঁজ মো. সুমন সম্পর্কেও তারা কিছু বলেনি।
নিখোঁজ মো. সুমনের বাড়ি ফুলগাজী উপজেলায়। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করেতেন।
এদিকে এ ঘটনায় আহত ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এখনো ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসারত।
এর আগে বুধবার (৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
তিনি জানান, বুধবার দিনগত রাত ৯টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় অভিযান চালায় তিনিসহ পুলিশের একটি দল।
**ফুলগাজী সীমান্তে মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার সদস্য নিহত
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৭
আরএ