ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

সিলেটে ৩ ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
সিলেটে ৩ ফার্মেসিকে জরিমানা  ভ্রাম্যমাণ অভিযানে অনুমোদনহীন ওষুধ জব্দ- ছবি: বাংলানিউজ

সিলেট: ফুড সাপ্লিমেন্টের নামে অনুমোদনবিহীন ওষুধ বিক্রি করায় সিলেটে তিন ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

ফার্মের্সিগুলো হলো- ‌নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় অবস্থিত দি ফয়সল মেডিকেল-২, জেরিন ফার্মা ও মেডিসিন কর্নার।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা দেড়টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি ও মুহম্মদ আশরাফুল আলম এ ভ্রাম্যমাণ অভিযানের নেতৃত্ব দেন।

এতে উপস্থিত ছিলেন ড্রাগ সুপার শফিকুর ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি বাংলানিউজকে বলেন, অভিযানকালে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর আইন অনুযায়ী তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। এসময় প্রায় ২০ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এনইউ/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।