শনিবার (১১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সরকার দলীয় সদস্য এ কে এম রহমতুল্লাহর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক।
সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম পিনু খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৬ সালের জানুয়ারি থেকে বর্তমান তারিখ পর্যন্ত অর্থ্যাৎ জানুয়ারি-ডিসেম্বর সময়কালে দেশের সর্বোচ্চ পরিচালন (অপারেটিং) মুনাফা অর্জনকারী ব্যাংকের নাম ইসলামী ব্যাংক।
সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন নতুন প্রযুক্তিগত আক্রমণ যেমন: জিরো-ডে ম্যালওয়্যার এবং অ্যাডভান্স পারসিট্যান্স থ্রেটস (এপিটি) মোকাবেলার জন্য সাইবার নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন, তৃতীয় পক্ষের মাধ্যমে গৃহীত সেবাসমূহের ঝুঁকি মোকাবেলায় নিরাপত্তা কেন্দ্র স্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার দলীয় সদস্য এম এ আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে যা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এ সেবা আরও কম খরচে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসএম/এসকে/এমজেএফ