ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সর্বকালের রেকর্ড বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্জিত

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
সর্বকালের রেকর্ড বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্জিত

জাতীয় সংসদ ভবন থেকে: চলতি বছরের ৩ জানুয়ারি বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতি ৩২ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা সর্বকালের রেকর্ড বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার (১১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সরকার দলীয় সদস্য এ কে এম রহমতুল্লাহর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক।

বিগত ৩ জানুয়ারি রিজার্ভের স্থিতি ছিল মার্কিন ডলার ৩২ দশমিক ২৪ বিলিয়ন যা সর্বকালের রেকর্ড।
 
সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম পিনু খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৬ সালের জানুয়ারি থেকে বর্তমান তারিখ পর্যন্ত অর্থ্যাৎ জানুয়ারি-ডিসেম্বর সময়কালে দেশের সর্বোচ্চ পরিচালন (অপারেটিং) মুনাফা অর্জনকারী ব্যাংকের নাম ইসলামী ব্যাংক।
 
সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন নতুন প্রযুক্তিগত আক্রমণ যেমন: জিরো-ডে ম্যালওয়্যার এবং অ্যাডভান্স পারসিট্যান্স থ্রেটস (এপিটি) মোকাবেলার জন্য সাইবার নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন, তৃতীয় পক্ষের মাধ্যমে গৃহীত সেবাসমূহের ঝুঁকি মোকাবেলায় নিরাপত্তা কেন্দ্র স্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
 
সরকার দলীয় সদস্য এম এ আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে যা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এ সেবা আরও কম খরচে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসএম/এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।