ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পিস্তল-ওয়ারলেস-হ্যান্ডকাফসহ ৬ ভুয়া ডিবি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
পিস্তল-ওয়ারলেস-হ্যান্ডকাফসহ ৬ ভুয়া ডিবি আটক ৬ প্রতারকের কাছ থেকে জব্দ করা হয়েছে পিস্তল-ওয়ারলেস-হ্যান্ডকাফসহ কিছু অস্ত্র-সরঞ্জাম। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কদমতলীতে ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী ছয় প্রতারককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে পিস্তল-ওয়ারলেস-হ্যান্ডকাফসহ কিছু অস্ত্র-সরঞ্জাম।

শনিবার (১১ মার্চ) দুপুরে কদমতলীর আলম মার্কেটের সামনে থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ।

দুপুরেই বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

 

আটক ছয়জন হলেন- মো. জাহাঙ্গীর আলম ওরফে শাকিল, মো. মামুন হোসেন, মো. আমিন গাজী, মো. রনি ওরফে মাহাবুব,  মো. ইব্রাহীম ও মো. শাখাওয়াত হোসেন সজিব। এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ওয়ারলেস ও হ্যান্ডক্যাপ জব্দ করা হয়।

ডিএমপির ডিসি মাসুদুর রহমান বাংলানিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছয়জন জানান, তারা দীর্ঘদিন ঢাকা শহর ও আশেপাশের এলাকায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান করে ব্যবসায়ীদের চিহ্নিত করে এবং ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই ও ডাকাতি করতো।  

তাদের অপরাধের কায়দা তুলে ধরে তিনি বলেন, তারা ভিকটিমকে গাড়িতে জোর করে উঠিয়ে সব মূল্যবান জিনিসপত্র কেড়ে নিতো এবং সুযোগ বুঝে ফাঁকা কোনো স্থানে ফেলে রেখে যেতো। এখন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আরএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।