ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বিপদগ্রস্ত করে হকারদের উচ্ছেদ করা যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
বিপদগ্রস্ত করে হকারদের উচ্ছেদ করা যাবে না বক্তব্য রাখছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজ

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হকাররা কষ্ট করে নিজেদের জীবিকা নির্বাহ করছে, কিন্তু তাদেরও উচ্ছেদ করা হচ্ছে। কোনো ভাবেই তাদের বিপদগ্রস্ত করে উচ্ছেদ করা যাবে না।

তিনি বলেন, সরকারের নীতিও বলে, বিপদগ্রস্ত করে হকারদের উচ্ছেদ করা যাবে না।

শনিবার (১১ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় শ্রমিক ফেডারেশন আয়োজিত সংগঠনের সভাপতি হাফিজুর রহমান ভূইয়া'র শোকসভা তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, দেশে শ্রমিকদের ওপর যে নির্যাতন ও জুলুম করা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে।
আমাদের শ্রমিকরা কোনো অন্যায় করেনি। কিন্তু তাদের উপর যে অত্যাচারর ও জুলুম করা হয়, আমি বলবো সেটি ঠিক না।

দেশে উন্নয়নের যে ট্রেন চলছে, এর যাত্রী কারা? প্রশ্ন রেখে তিনি বলেন, শ্রমিকদের বাদ দিয়ে কোনো যাত্রাই সুফল বয়ে আনবে না। দেশের এই উন্নয়নে তাদেরও অনেক অবদান রয়েছে।

তিনি বলেন, বিশ্ব ব্যাংক ষড়যন্ত্র করে বালাদেশের পাটকল বন্ধ করেছে। অনেক শ্রমিকরা জীবন দিয়ে তা রক্ষা করতে পারেনি। এ জুলুম অত্যাচার শুধু পাটকল শ্রমিকদের ওপর নয়, গার্মেন্টস শ্রমিক ও হকারদের উপরও চলছে।

তিনি বলেন, প্রয়াত কমরেড হাফিজুর রহমান ভূইয়ার আমাদের মাঝে নেই, আমরা শোকাহত। তবে তার শোকে আমাদের স্থির করবে না। শ্রমিকদের জন্য তার বিভিন্ন আন্দোলন, ত্যাগ আগামীতে আমাদের সামনে অগ্রসর হতে সহায়ক হবে।

জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসানের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, ডব্লিউএফটিইউ'র প্রেসিডিয়াম মেম্বার ওয়াজিদুর ইসলাম, পাটকল শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি লুৎফর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসজেএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।