ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
সাদুল্যাপুরে জামায়াতের সেক্রেটারি গ্রেফতার আব্দুল হামিদ আকন্দ

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ আকন্দকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ মার্চ) বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের বটেরতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল হামিদ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও পশ্চিম দামোদরপুর দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার।

এছাড়া তিনি দামোদরপুর ইউনিয়নের নিকাহ রেজিস্টার (কাজী)। তিনি সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের বাসিন্দা।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, আব্দুল হামিদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সময় জামায়াত-শিবির নেতাকর্মীদের সক্রিয় করতে গোপনে বৈঠক করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বটেরতল এলাকায় বৈঠক কালে তাকে গ্রেফতার করা হয়।

থানা হাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ‍মার্চ ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।