শনিবার (১১ মার্চ) বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের বটেরতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল হামিদ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও পশ্চিম দামোদরপুর দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, আব্দুল হামিদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সময় জামায়াত-শিবির নেতাকর্মীদের সক্রিয় করতে গোপনে বৈঠক করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বটেরতল এলাকায় বৈঠক কালে তাকে গ্রেফতার করা হয়।
থানা হাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এনটি