ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে জেএমবি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ঠাকুরগাঁওয়ে জেএমবি সদস্য আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় হারুনুর রশিদ মামুন নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ মার্চ) ভোরে হরিপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, হারুনুর রশিদ মামুন নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র একজন তালিকাভুক্ত আত্মঘাতী সদস্য।

এর আগে তিনি ঢাকায় গোয়েন্দা পুলিশের কাছে আটক হয়েছিলেন। তিনি হরিপুর উপজেলায় জঙ্গি সদস্যদের সক্রিয় করতে বৈঠক করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান মোহাম্মদ লালন আহম্মেদ বাংলানিউজকে জানান, হারুনুর রশিদ একজন আত্মঘাতী জেএমবি সদস্য হিসেবে স্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপার কার্যালয়ে আনা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।