ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

২৫ মার্চ গণহত্যা দিবস, ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসের প্রস্তাব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
২৫ মার্চ গণহত্যা দিবস, ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসের প্রস্তাব

জাতীয় সংসদ ভবন থেকে: ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস এবং জাতিসংঘের গৃহীত ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ দিবস পালনের প্রস্তাব করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। একই সঙ্গে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালনের প্রস্তাবও করেন তিনি।

জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতারের প্রস্তাবের পর সংশোধনী আকারে এই প্রস্তাব করেন বাণিজ্যমন্ত্রী। শিরীন আখতারের প্রস্তাব ছিল, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর সংঘটিত গণহত্যাকে স্মরণ করে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিকভাবে এ দিবসের স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হোক।


 
শনিবার (১১ মার্চ) বিকেলে জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে উত্থাপিত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, শিরীনের প্রস্তাবের সঙ্গে সমর্থন জানিয়ে সংশোধিত আকারে একটি প্রস্তাব দিচ্ছি, এখানে যদি গৃহীত হয় তাহলে সুন্দর হবে। ‌

তোফায়েল আহমেদ বলেন, যেহেতু ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক জান্তা এবং এদেশীয় সহযোগীরা বাংলাদেশের ৩০ লাখ সাধারণ মানুষকে হত্যা করেছে। যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর অনুযায়ী গণহত্যা। যেহেতু পাকিস্তানি বাহিনী ১৯৭১-এর ২৫ মার্চ রাত থেকে অপারেশন সার্চ লাইটের নামে নজিরবিহীন গণহত্যার সূচনা করেছে যা পরবর্তীতে অব্যাহত ছিল ৯ মাস। যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যমে গণহত্যার বিষয়টি উঠে এসেছে। সেহেতু ২৫ মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ পালনের প্রস্তাব করছি। আশা করি ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত এই সংসদ সর্বসম্মিতক্রমে গ্রহণ করবে।
 
তিনি বলেন, আরেটি প্রস্তাব করছি। বাংলাদেশসহ বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যায় নিহতদের স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর প্রস্তাবটি গৃহীত হয়। বাংলাদেশসহ জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩টি দেশ এই প্রস্তাব সর্বসম্মিতক্রমে গ্রহণ করেছে। ফলে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা স্মরণ দিবস পালন করার প্রস্তাব করছি। আর ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করতে পারি কিনা এটা বিবেচনার জন্য প্রস্তাব করছি।

***২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব উত্থাপন

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসকে/এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।