শনিবার (১১ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
‘নিরাপদ অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মন্ত্রী বলেন, ‘আমরা আর হতদরিদ্র নই। বর্তমানে আমাদের দেশে ভারত, আফ্রিকা, চীনসহ বিভিন্ন দেশের নাগরিকরা কর্মসংস্থানের জন্য আসছে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আগামী ১০ বছর পর বিশ্বের অনেক দেশের নাগরিক আমাদের দেশে কাজের জন্য আসবে। বর্তমানে বিভিন্ন দেশের কয়েক লাখ কর্মী আমাদের দেশে কাজ করছে, আগামী ১০ বছর পরে সেটা ২০ থেকে ২৫ লাখে দাঁড়াবে। ’
তিনি বলেন, এ অবস্থায় আমাদের দেশের কোন কর্মী বিদেশে গিয়ে প্রতারিত হবে এটা কারো কাম্য নয়। যারা ভাগ্য বদলের জন্য বিদেশ যাবেন তারা প্রতারণার স্বীকার হবেন না। এ বিষয়ে সকলের একসঙ্গে কাজ করার সময় এসেছে।
ইস্তাম্বুল ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, ইস্তাম্বুলে গিয়ে জানতে পারি, সেখানকার কারাগারে আমাদের দেশের ৮০০ মানুষ বন্দি আছে। তারা বিভিন্ন দেশে যেতে গিয়ে প্রতারণার স্বীকার হয়ে সেখানে আটকা পড়েছে। তাদের ফেরত আনার কথা বললে তারা আসবে না বলে জানায়। তারা বলে, লাখ লাখ টাকা খরচ করে এখানে এসেছেন। তারা আর ফেরত আসতে চান না। তারা বিভিন্ন দেশে গিয়ে রাস্তায় শুয়ে থাকে। থাইল্যান্ডের জঙ্গলে অনেক মানুষ আটকা পড়েছে।
যেখানেই মানুষ প্রতারণার স্বীকার হন সেই দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এসে পড়ে উল্লেখ করে তিনি বলেন, আমাদের মন্ত্রণালয়ের ওপর যদি কোনো দায়িত্ব পড়ে আমরা তা যথাযথভাবে পালন করবো। সবাই মিলে একসঙ্গে কাজ করলে আশা করি একটা উপায় বের করা যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, বায়রার সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
পিএম/ওএইচ/আরআই