ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

গেন্ডারিয়ায় ১ লাখ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
গেন্ডারিয়ায় ১ লাখ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা: রাজধানীর গে‍ন্ডারিয়া থেকে একলাখ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ। এ সময় আরও ৩ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন- নেজাম উদ্দিন ও শ্রী শীপক মল্লিক ওরুফে বুরং।

শুক্রবার (১০ মার্চ) রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে শনিবার (১১ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা টেকনাফ হতে প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রির ‍উদ্দেশে ঢাকায় ফিরছিলেন।

গ্রেফতার নেজাম উদ্দিন কক্সবাজার জেলার সাবেক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে সে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়। কক্সবাজারে যুবদলের আরও ৩ নেতাসহ নেজাম উদ্দিনের একটি সিন্ডিকেট সারা দেশে ইয়াবা পাচার করে আসছিলো। সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যহত আছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।