গ্রেফতারকৃতরা হলেন- নেজাম উদ্দিন ও শ্রী শীপক মল্লিক ওরুফে বুরং।
শুক্রবার (১০ মার্চ) রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা টেকনাফ হতে প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রির উদ্দেশে ঢাকায় ফিরছিলেন।
গ্রেফতার নেজাম উদ্দিন কক্সবাজার জেলার সাবেক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে সে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়। কক্সবাজারে যুবদলের আরও ৩ নেতাসহ নেজাম উদ্দিনের একটি সিন্ডিকেট সারা দেশে ইয়াবা পাচার করে আসছিলো। সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যহত আছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ওএইচ/