শনিবার (১১ মার্চ) দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন, জিয়াউল হক মৃধা (২৮) ও ফালান মন্ডল (২৮)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১০ মার্চ) রাতে উপজেলার পাগলা থানা এলাকার সুতার চাপুর গ্রামে র্যাবের ময়মনসিংহ ক্যাম্পের লে. কমান্ডার এ এন এম ইফতেখার রাকিব এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল চাকমার নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন হিসেবে ওই দুইজনের শরীর তল্লাশি করে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের থানায় হস্তান্তর ও মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এমএএএম/ওএইচ/আইএ