ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কমলাপুরে ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
কমলাপুরে ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক আটকের প্রতীকী

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনের ২৫টি টিকিটসহ মো. কালাম (৩০) নামে এক কালোবাজারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বাংলানিউজকে জানান, রেলের বিভিন্ন রুটের ২৫টি টিকিট নিয়ে এসে কমলাপুরে বিক্রি করার সময় ওই কালোবাজারিকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এজেএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।