ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

উত্তরায় বিজিএমইএ’র নতুন ভবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
উত্তরায় বিজিএমইএ’র নতুন ভবন রাজধানরি হাতিরঝিলে বিজিএমইএ‘র বহুতল ভবন

ঢাকা: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন ভবন হতে যাচ্ছে রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ’র বহুতল ভবন ভাঙতে ছয় মাসের সময় দিয়েছেন আপিল বিভাগ।

বিজিএমইএ’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ ব্যাপারে বাংলানিউজকে বলেন, উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর থেকেই বিজিএমইএ বিভিন্ন জায়গায় নতুন করে ভবনের জন্য জায়গা খুঁজছিলো। বিমানবন্দর থেকে কাছে হওয়ায় উত্তরা এলাকাই ছিলো পছন্দের তালিকার শীর্ষে।

এরমধ্যে উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি জায়গা ও উত্তরার ১৭ নম্বর সেক্টরের একটি জায়গা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন বিজিএমইএ নেতারা। চলতি মাসের ৫ তারিখে উচ্চ আদালত বিজিএমইএ’র রিট খারিজ করে দিলে সুযোগ-সুবিধা বিবেচনা করে উত্তরা ১৭ নম্বর সেক্টরে ১০ কাঠার জায়গাটি পছন্দ করেন তারা। তবে এখনও জায়গাটির দাম-দর চূড়ান্ত হয়নি বলেও জানান বিজিএমইএ’র ওই কর্মকর্তা।

এ ব্যাপারে কথা বলতে নারাজ বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান। যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আদালত আমাদের ছয় মাসের সময় দিয়েছেন। আমরা এর মধ্যেই চলে যাবো।

এরই মধ্যে ভবন ইস্যুতে বিজিএমইএ’র সভাপতির কার্যালয়ে ১২ মার্চ অভ্যন্তরীণ বৈঠকে বসেন বিজিএমইএ’র নেতারা। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, এখনও ভবনটি কীভাবে রক্ষা করা যায় সে বিষয়ে ভাবা হচ্ছে। এ মাসের মধ্যেই উত্তরায় ভবন তৈরির জায়গা কেনার বিষয়ে আইনি সব প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।   আশা করা যাচ্ছে, এপ্রিল মাসের মধ্যে ভবন তৈরির কাজ শুরু করা যাবে।

বিজিএমইএ বহুতল ভবন ভাঙতে তিন বছর সময় চেয়ে করা আবেদনের শুনানি ছিলো রোববার (১২ মার্চ)। এদিন শুনানি শেষে বিজিএমইএ’র বহুতল ভবন ভাঙতে ছয় মাসের সময় বেঁধে দেন আপিল বিভাগ। রোববার সকাল পৌনে ১০টার দিকে আদালত এ নির্দেশ দেন।

গত ০৯ মার্চ তিন বছর সময় চেয়ে করা আবেদন উপস্থাপন করেন বিজিএমইএ’র আইনজীবী কামরুল হক সিদ্দিকী। পরে আদালত এ আবেদনের শুনানির জন্য ১২ মার্চ দিন ধার্য করেন। গত ৫ মার্চ বিজিএমইএ ভবন ভাঙতে কত সময় লাগবে তা ৯ মার্চের মধ্যে আদালতে আবেদন করতে বলেছিলেন আপিল বিভাগ। ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে বিজিএমইএ ভবন ভাঙার রায় বহাল রাখেন।

** ৬ মাসের মধ্যে ভাঙতে হবে বিজিএমইএ ভবন

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
ইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।