ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানী ঢাকার নাম ‘মুজিবনগর’ করার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
রাজধানী ঢাকার নাম ‘মুজিবনগর’ করার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে ‘মুজিবনগর’ রাখার দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাপ-ভাসানীসহ কয়েকটি সংগঠন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে দলগুলোর নেতারা এ দাবি জানান।

বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুযায়ী রাজধানীর নাম পরিবর্তন করে মুজিবনগর করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না জন্মালে বাংলাদেশ নামে ভূখণ্ডের সৃষ্টি হতো না। তার অবদান সর্বশ্রেষ্ঠ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অনেক সাহসী ও প্রসংশনীয় পদক্ষেপ নিয়েছেন উল্লেখ করে নেতারা বলেন, আমরা চাই তিনি রাজধানীর নাম পরিবর্তন করে মুজিবনগর করার বিষয়ে আরও একটি সাহসী পদক্ষেপ নেবেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী। বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, জয় বাংলা পরিষদের সভাপতি মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, দেশীয় সংস্কৃতিক পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরঙ্গ চন্দ্র কর, জাসদ নেতা হুমাযুন কবির, সাহিত্যিক ও কলামিস্ট কবি মির্জা সেলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আরএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।