বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে দলগুলোর নেতারা এ দাবি জানান।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুযায়ী রাজধানীর নাম পরিবর্তন করে মুজিবনগর করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অনেক সাহসী ও প্রসংশনীয় পদক্ষেপ নিয়েছেন উল্লেখ করে নেতারা বলেন, আমরা চাই তিনি রাজধানীর নাম পরিবর্তন করে মুজিবনগর করার বিষয়ে আরও একটি সাহসী পদক্ষেপ নেবেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী। বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, জয় বাংলা পরিষদের সভাপতি মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, দেশীয় সংস্কৃতিক পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরঙ্গ চন্দ্র কর, জাসদ নেতা হুমাযুন কবির, সাহিত্যিক ও কলামিস্ট কবি মির্জা সেলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আরএটি/আইএ