ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নদী থেকে অবৈধ দখলদার উচ্ছেদে আন্তরিক সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
নদী থেকে অবৈধ দখলদার উচ্ছেদে আন্তরিক সরকার

যশোর: পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকার নদ-নদী থেকে অবৈধ দখলদার উচ্ছেদে আন্তরিক। নদীর সঙ্গে দেশের উন্নয়নের সম্পর্ক রয়েছে। তাই নদী বাঁচাতে সামাজিক সচেতনতা জরুরি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার দীর্ঘ মেয়াদী সমাধানের লক্ষ্যে আয়োজিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্ষা মৌসুমের আগেই ভবদহ অঞ্চলের নদীগুলোতে খননের কাজ শুরু হবে।

এ কাজে স্থানীয়দের সম্পৃক্ত করা হবে। এছাড়া টিআরএম করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া  হবে।

যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যশোর-৪ (অভয়নগর ও বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়, যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান।  

সভায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর কবীরসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার ভবদহ সংলগ্ন এলাকার জনপ্রতিনিধি এবং ভবদহ আন্দোলন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
ইউজি/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।