বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার দীর্ঘ মেয়াদী সমাধানের লক্ষ্যে আয়োজিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্ষা মৌসুমের আগেই ভবদহ অঞ্চলের নদীগুলোতে খননের কাজ শুরু হবে।
যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যশোর-৪ (অভয়নগর ও বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়, যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান।
সভায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর কবীরসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার ভবদহ সংলগ্ন এলাকার জনপ্রতিনিধি এবং ভবদহ আন্দোলন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
ইউজি/এসআই