বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ সোনাডাঙ্গা স্কুলের পেছনের একটি ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে। জহিরুল ইসলাম বড়বাড়ি কাশিডাঙ্গা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জহিরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলামের পাওয়ার টিলার হেলপার। দুপুরে তিনি উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলামের কেয়া-১ নামের ইটভাটায় কাঠখড়ি নিয়ে যাচ্ছিল। ভাটার ভেতরে ঢোকার সময় ভাটায় ব্যবহৃত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এনটি