ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মানবপাচার প্রতিরোধে জাতিসংঘে বাংলাদেশের পাঁচ পরামর্শ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
মানবপাচার প্রতিরোধে জাতিসংঘে বাংলাদেশের পাঁচ পরামর্শ ছবি: আলোচনা বাংলাদেশ, (সংগৃহীত)

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের একটি উন্মুক্ত বিতর্কে অংশ নিয়েছে বাংলাদেশ। সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন আলোচনায় সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।

মানবপাচারের বৈশ্বিক অভিশাপ প্রতিরোধে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। সেইসঙ্গে তুলে ধরেন পাঁচ পরামর্শ।

বুধবার (১৫ মার্চ) ‘সংঘাত পরিস্থিতিতে মানবপাচার: জোরপূর্বক শ্রমবৃত্তি, বেতন-ভাতা এবং অন্যান্য বিষয়াদি’ নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিশ্রুতির ফলেই বাংলাদেশ জাতীয় পর্যায়ে এই বৈশ্বিক অভিশাপ প্রতিরোধে ব্যাপক আইনগত, নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে। মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ প্রণয়ন এবং এর বাস্তবায়নে ২০১৫-২০১৭ মেয়াদে জাতীয় কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার আওতায় জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে নিয়মিতভাবে এ সংক্রান্ত পর্যবেক্ষণ ও পারস্পরিক সমন্বয় চালু করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে আমাদের সামর্থ্য আরও বৃদ্ধি করতে তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা, কার্যকর তথ্য প্রচারণা কৌশল, বিচার প্রক্রিয়া ও মানবপাচার মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি।

সংঘাতময় পরিস্থিতিতে মানবপাচার প্রতিরোধে স্থায়ী প্রতিনিধি এ সভায় পাঁচটি পরামর্শ তুলে ধরেন। যার মধ্যে রয়েছে, মানবপাচার সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য জাতিসংঘে একটি উচ্চ পর্যায়ের ফোকাল পয়েন্ট তৈরি, সংঘাতময় পরিস্থিতিসহ যেকোনো পরিস্থিতিতে মানবপাচার এবং এ সংশ্লিষ্ট অপরাধের শিকার ব্যক্তি/ব্যক্তিবর্গকে জাতিসংঘ কাউন্টার ট্রাফিকিং এজেন্ডার সর্বাগ্রে স্থান দেওয়া, ইউএনটিওসি’র আওতায় জাতীয় পর্যায়ে আইনগত পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা, মানবপাচার সংক্রান্ত আন্তর্জাতিক আইনগত বিষয়াদি ও বাধ্যবাধকতার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শ প্রদান এবং মানবপাচার ও সংশ্লিষ্ট অপরাধের মূল কারণ খুঁজে বের করা।

মানবপাচার, দাসত্ব ও জোরপূর্বক শ্রমবৃত্তির বিরুদ্ধে জাতিসংঘ-সমন্বিত যেকোনো পদক্ষেপকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ সব সদস্য রাষ্ট্রের সঙ্গে একযোগ কাজ করে যাবে মর্মে রাষ্ট্রদূত আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।