ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সড়ক সংস্কারের দাবিতে সিলেটে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
সড়ক সংস্কারের দাবিতে সিলেটে মানববন্ধন সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সিলেট: সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার-নিজকরণসী সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, গোয়ালাবাজার-নিজকরণসী রাস্তা দিয়ে জায়ফরপুর, নিজ করণসী, জহিরপুর, নূরপুর, তেরহাতি, পাঠুলিপাড়া, নগরী কাপন, তালতলা, কছবুরাইসহ বিভিন্ন গ্রামের লক্ষ‍াধিক মানুষ যাতায়াত করেন।

চলাচল করে শত শত যানবাহন। বহুদিন ধরে রাস্তাটির সংস্কার না করায় তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

রাস্তাটির সংস্কারে সিলেট-২ আসনের সংসদ সদস্যের সুদৃষ্টিও কামনা করেন বক্তারা।

মানববন্ধনে অংশ নেন গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সমাজসেবক আব্দুল মতিন, ইউপি সদস্য সৈয়দ জাহান আলী, যুবলীগ নেতা মকসুদ আলী, সাবেক ইউপি সদস্য আবদাল মিয়া, আপ্তাব আলী, ব্যবসায়ী দিলু মিয়া, আবুল হোসেন, গনি মিয়া, ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন, রাসেল চৌধুরী রাজু, শাকিল আহমদ টিটু, সমাজসেবক পিয়ার আলী, রুহেল আহমদ, শহিদ মিয়া, ইমন আহমদ ও মালেক আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা,  মার্চ ১৬, ২০১৭
এনইউ/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।