বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পুলিশি অভিযানে সদর উপজেলার গলগন্ডা গ্রামের বাড়ি থেকে হুজি সদস্য রুম্মানকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে দুটি এবং ময়মনসিংহে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
বিকেলে আদালতের মাধ্যমে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএএএম/ওএইচ/আইএ