ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে হুজি সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
ময়মনসিংহে হুজি সদস্য গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) তালিকাভুক্ত সদস্য আবুল ফারাহ রুম্মানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পুলিশি অভিযানে সদর উপজেলার গলগন্ডা গ্রামের বাড়ি থেকে হুজি সদস্য রুম্মানকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে দুটি এবং ময়মনসিংহে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

বিকেলে আদালতের মাধ্যমে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএএএম/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।