ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহত ৩

রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরের কলেজগেটের সিঅ্যান্ডবি এলাকায় পাহাড় ধসে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফার্নিচার ব্যবসায়ী শামসুল আলম (৫০), কালু কর্মকার (৪২) ও মো. হানিফ (৪০)।

আহত ব্যক্তির নাম মো. ফারুক (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সিঅ্যান্ডবি এলাকায় পাহাড়ের মাটি কেটে সেমি পাকা ঘরের দেয়াল নির্মাণ করা হচ্ছিল। এসময় হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়লে ওই চারজন চাপা পড়েন। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, বসতঘরের পাশে পাহাড়ের মাটি কেটে দেয়াল নির্মাণ করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭, আপডেট: ২০০৯ ঘণ্টা
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।