ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

‘নারী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব প্রধানমন্ত্রীর’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
‘নারী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব প্রধানমন্ত্রীর’ ‘নারী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী’/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী চান একজন নারী নিজের পায়ে দাঁড়িয়ে মুক্তি অর্জন করবে। নিজের সংসারের পাশাপাশি স্বনির্ভর সমাজ গড়ে তুলবে।

নারী শিক্ষা, নারী জাগরণ ও উন্নয়নে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশীহাটা স্কুল অ্যান্ড কলেজের ৬৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কলেজের গর্ভনিং বডির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।