পরদিন সোমবার সকাল সাড়ে আটটায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার প্রথম নামাজে জানাজা। প্রথম জানাজার পর মরদেহে শ্রদ্ধা প্রদর্শনের জন্য মিজারুল কায়েসকে নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
বৃহস্পতিবার ( মার্চ ১৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে মিজারুল কায়েস গত ১১ মার্চ ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
১৯৮২ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন এ কূটনীতিক। ব্রাসিলিয়ায় দায়িত্ব পাওয়ার আগে মিজারুল কায়েস যুক্তরাজ্য, রাশিয়া ও মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সুইজারল্যান্ড, জাপান ও সিঙ্গাপুরেও দায়িত্ব পালন করেন তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ২০১২ সালে সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয় তাকে।
বঙ্গবন্ধুপ্রেমিক মিজারুল কায়েসের সাহিত্য ও সংস্কৃতির প্রতিও গভীর অনুরাগ ছিল।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আরআই