ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

‘প্রতারক’ প্রেমিকের গোপনাঙ্গ কাটলো প্রেমিকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
‘প্রতারক’ প্রেমিকের গোপনাঙ্গ কাটলো প্রেমিকা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ‘প্রতারণা’য় ক্ষুব্ধ হয়ে প্রেমিকের গোপনাঙ্গ কর্তন করেছেন প্রেমিকা।

বুধবার (১৫ মার্চ) রাতে উপজেলার ফাঁসিদহ গ্রামে এ ঘটনা ঘটে। আহত প্রেমিককে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার গড়িয়ালী গ্রামের আফজাল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী উজিরমুনি গ্রামের দিনমজুরের মাধ্যমিক পড়ুয়া কন্যার সঙ্গে প্রেম করে আসছিলেন। তাদের এ সম্পর্ক শারীরিক পর্যায়েও গড়ায়। কিন্তু প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা শুরু করেন তরিকুল।

এরমধ্যে বুধবার রাতে তরিকুল তার প্রেমিকাকে বাড়ির অদূরে ফাঁসিদহের একটি নির্জন এলাকায় নিয়ে গেলে প্রেমিকা ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন।

পরে এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় তরিকুলকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতেই তার ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, তরিকুল এখন আশঙ্কামুক্ত।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।