চাঁদা দাবি ও ক্রসফায়ার দিয়ে হত্যা করে গুম করার হুমকি দেয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৬ মার্চ) বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।
কাজীরহাট থানার মাধব রায় এলাকার ট্রলার চালক মোকলেচ মাতব্বরের করা মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক হোসাইন শুনানির জন্য অপেক্ষমান রেখেছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী আজাদ রহমান।
মামলার বিবাদীরা হলেন-কাজীরহাট থানার ওসি এম আর শওকত আনোয়ার হোসেন, এসআই মুনসুর আলী, মাধবরায় এলাকার জুয়েল মাতব্বর ও জাকির সিকদার।
মামলা সূত্রে জানা গেছে, ১২ মার্চ বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথের কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে অংশ নিতে জাকির ও জুয়েল চারটি ট্রলার দেওয়ার দাবি করেন। চালক মোকলেচ ট্রলার দিতে অপারগতা প্রকাশ করলে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। ওই টাকা না দেওয়ায় ১৫ মার্চ এসআই মুনসুর তার ট্রলার আটক করেন। মোকলেচ ট্রলার আটক করার কারণ জানতে চাইলে তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন মুনসুর। এছাড়া এ নিয়ে বাড়াবাড়ি করলে ক্রসফায়ার দিয়ে হত্যার পর মরদেহ গুম করার হুমকি দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএস/আরবি/এসআই