ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কাজীরহাট থানার ওসি-এসআইসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
কাজীরহাট থানার ওসি-এসআইসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপ-পরিদর্শকসহ (এসআই) চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
 

চাঁদা দাবি ও ক্রসফায়ার দিয়ে হত্যা করে গুম করার হুমকি দেয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৬ মার্চ) বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।

কাজীরহাট থানার মাধব রায় এলাকার ট্রলার চালক মোকলেচ মাতব্বরের করা মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক হোসাইন শুনানির জন্য অপেক্ষমান রেখেছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী আজাদ রহমান।


 
মামলার বিবাদীরা হলেন-কাজীরহাট থানার ওসি এম আর শওকত আনোয়ার হোসেন, এসআই মুনসুর আলী, মাধবরায় এলাকার জুয়েল মাতব্বর ও জাকির সিকদার।
 
মামলা সূত্রে জানা গেছে, ১২ মার্চ বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথের কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে অংশ নিতে জাকির ও জুয়েল চারটি ট্রলার দেওয়ার দাবি করেন। চালক মোকলেচ ট্রলার দিতে অপারগতা প্রকাশ করলে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। ওই টাকা না দেওয়ায় ১৫ মার্চ এসআই মুনসুর তার ট্রলার আটক করেন। মোকলেচ ট্রলার আটক করার কারণ জানতে চাইলে তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন মুনসুর। এছাড়া এ নিয়ে বাড়াবাড়ি করলে ক্রসফায়ার দিয়ে হত্যার পর মরদেহ গুম করার হুমকি দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএস/আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।