ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় ৭টি দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
হাতিয়ায় ৭টি দোকান পুড়ে ছাই

নোয়াখালী: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নের নলেরচর গ্রামের একটি বাজারে আগুন লেগে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আরও দুইটি সিএনজি অটোরিকশা পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে স্থানীয় কিল্লার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, সকালে নলেরচর গ্রামের কিল্লার বাজারের কয়েকটি দোকানে আগুন জ্বলছিল।

এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর ‍আগেই সাতটি দোকান ও দুইটি সিএনজি অটোরিকশা পুড়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, সৌরবিদুতের মেশিন বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বাংদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।