ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নাম ভাঙিয়ে অবৈধ সুযোগ নিতে চাইলেই ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
নাম ভাঙিয়ে অবৈধ সুযোগ নিতে চাইলেই ব্যবস্থা নাম ভাঙিয়ে অবৈধ সুযোগ নিতে চাইলেই ব্যবস্থা

ময়মনসিংহ: আমার নাম ভাঙিয়ে কেউ অবৈধ সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা জানান ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একযোগে কাজ করতে হবে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে। নগরীর অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসন কর‍াসহ ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতেও পদক্ষেপ নিতে হবে।

আর এসব ব্যাপারে সার্বিক সহযোগিতা করা করা হবে বলেও জানান তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. খলিলুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, বিজিপির সেক্টর কমান্ডার কাজী অনিরুদ্ধ ও জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন প্রমুখ।

এছাড়া ৠাব-১৪, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আনসার ভিডিপির সদস্যসহ জেলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমএএএম/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।