ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে ৫ ঘণ্টার দুর্ভোগ শেষে অবরোধ প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
সিলেটে ৫ ঘণ্টার দুর্ভোগ শেষে অবরোধ প্রত্যাহার সিলেটে ৫ ঘণ্টার পর অবরোধ প্রত্যাহার

সিলেট: সিলেটের জৈন্তাপুরে সাড়ে পাঁচ ঘণ্টা দুর্ভোগের পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে সিলেট-তামাবিল সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৫টায় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

সকাল সাড়ে ১১টায় জৈন্তাপুরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেয় সুন্নি ও কওমিপন্থিরা।

উদ্ভূত পরিস্থিতিতে ওয়াজ মাহফিল করতে পুলিশ বাধা দেয়। এ কারণে সিলেট-তামাবিল শ্রীপুর আসামপাড়ায় সড়ক অবরোধ কর‍া হয়। ফলে ওই সড়কে যানবাহন বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়ে।

পরে বিকেল ৩টায় স্থানীয় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মাহমুদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এলাকার বয়োজ্যেষ্ঠদের সহযোগিতায় গুরুত্ব বিবেচনা করে পুলিশ মাহফিল করতে দেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়।

পরিস্থিতি মীমাংসায় আরও ছিলেন- জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, মাহফিল আয়োজনকারী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিরন মিয়া, ১৭ পরগনার মুরব্বী আব্দুস শুকুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ইউপি সদস্য আব্দুল হাসিম ছন্দাই, আব্দুল আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এনইউ/জিপি/এইচএ

** সিলেট-তামাবিল সড়ক অবরোধ মাহফিল বন্ধের জেরে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।