ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে বন্ধুর ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
করিমগঞ্জে বন্ধুর ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বন্ধুর ব্যাটের আঘাতে বিল্লাল হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে করিমগঞ্জ পৌরসভার কুদির জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল ওই এলাকার খোকন ভূঁইয়ার ছেলে।


 
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া (ওসি) জাকির রব্বানী বাংলানিউজকে জানান, বিকেলে কুদির জঙ্গল এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিল্লাল ও নূর মোহাম্মদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নূর মোহাম্মদ ব্যাট দিয়ে বন্ধু বিল্লালের মাথায় আঘাত করে। এতে বিল্লাল গুরুতর আহত হয়।

এ অবস্থায় স্থানীয়রা বিল্লালকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।