মাগুরার নবগঙ্গা নদীর তীরে ৩০টি স্থাপনা উচ্ছেদ
মাগুরা: মাগুরা শহরের নান্দুয়ালী বাসস্ট্যান্ড এলাকায় নবগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা ৩০টি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাগুরা সদরের এসিল্যান্ড জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বাংলানিউজকে জানান, ৩০ বছর আগে থেকে মাগুরা শহরের নান্দুয়ালী বাসস্ট্যান্ড এলাকায় নবগঙ্গা নদীর পাড়ে অবৈধভাবে ৩০টি দোকানঘর গড়ে ওঠে।
দুপুরে ভ্রাম্যমাণ আদালত মাধ্যেমে জেলা প্রশাসনের খাস খতিয়ানভূক্ত ওই জমি দখলমুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।