ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
গাজীপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় নির্মাণাধীন পোশাক কারখানার চারতলা থেকে পড়ে ফয়সাল আহমেদ (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল কাপাসিয়া থানার সম্মানিয়া এলাকার ফারুক মিয়ার ছেলে।

কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোবারক হোসেন বাংলানিউজকে জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় একটি পোশাক কারখানার ছয়তলা ভবনের চার তলায় প্লাস্টারের কাজ করছিলেন ফয়সালসহ দুইজন নির্মাণ শ্রমিক। এক পর্যায়ে ফয়সাল বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আরএস/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।