বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল কাপাসিয়া থানার সম্মানিয়া এলাকার ফারুক মিয়ার ছেলে।
কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোবারক হোসেন বাংলানিউজকে জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় একটি পোশাক কারখানার ছয়তলা ভবনের চার তলায় প্লাস্টারের কাজ করছিলেন ফয়সালসহ দুইজন নির্মাণ শ্রমিক। এক পর্যায়ে ফয়সাল বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আরএস/জিপি/টিআই