বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় তিনি মারা যান। হুসাইন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক আব্দুল্লাহ হিল কামাল সাংবাদিকদের জানান, ফাহিমের বাবা ফরিদুল হক সিলেট টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক। তিনি বর্তমানে দুই মাসের প্রশিক্ষণে নিউজিল্যান্ডে রয়েছেন। রাবির হলে সিট না পাওয়ায় ফাহিম টিচার্স ট্রেনিং কলেজের মধ্যে থাকা হেস্টেলে থাকতেন। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলেজের পুকুরে গোসল করতে নেমে ডুবে যান। আশপাশের লোকজন দেখতে পেয়ে সদর দমকল বাহিনীকে খবর দেন।
রাজশাহী সদর দমকল বাহিনীর স্টেশন অফিসার ওমর ফারুক জানান, দমকল বিভাগের একটি ইউনিটকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুরের পানির নিচ থেকে দমকল বাহিনীর সদস্যরা ফাহিমকে উদ্ধার করেন।
পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের শবাগারে রাখা হয়েছে বলেও জানান দমকল বাহিনীর এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসএস/আইএ