ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঘোড়ার গাড়িতে চড়ে সমাবেশে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
ঘোড়ার গাড়িতে চড়ে সমাবেশে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোড়ার গাড়িতে চড়ে যশোরে আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশস্থলে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

যশোর: ঘোড়ার গাড়িতে চড়ে যশোরে আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশস্থলে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল সোয়া ৩টায় সমাবেশস্থল যশোর জিলাস্কুল মাঠে এসে পৌঁছান তিনি।

এসময় হাজারো দর্শক ও অতিথি রীতিমতো অবাক হয়ে যান।
ঘোড়ার গাড়িতে চড়ে যশোরে আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশস্থলে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।                     <div class=

" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/Jessore-NewsP20170317040128.jpg" style="border-style:solid; border-width:1px; margin:1px; width:100%" />
জেলা পুলিশ প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে করে যশোর বিমান বন্দরে এসে পৌঁছান। এ সময় আগে থেকেই সেখানে অপেক্ষমাণ দু’টি ঘোড়ার গাড়িতে চড়ে প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথমে যশোর সার্কিট হাউস ও পরে সমাবেশস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, খুলনা বিভাগীয় পুলিশের রেঞ্জ ডিআইজি এসএম মনিরুজ্জামান, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানসহ অন্যান্য অতিথিরা।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।