ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
কেরানীগঞ্জে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে জয়নাল আবেদীন নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ মোকামপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জয়নাল আবেদীন হাসনাবাদ এলাকায় নৈশ প্রহরীর কাজ করতেন।

তিনি মোকামপাড়া এলাকার মসজিদ মার্কেটের টিনসেডে ভাড়া থাকতেন। তিনি কুমিল্লা জেলার লাকসাম থানার গোমতি এলাকায় মো. আব্দুল গনির ছেলে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহীম বাংলানিউজকে জানান, বিকেলে মোকামপাড়া এলাকায় জয়নালের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।