ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে মহানাম যজ্ঞা ও লীলাকীর্তন শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
শেরপুরে মহানাম যজ্ঞা ও লীলাকীর্তন শোভাযাত্রা ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়ার শেরপুরে টাউন বারোয়ারি হরিবাসর কমিটির উদ্যোগে ৬৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্তন উপলক্ষে শোভাযাত্রা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে শহরের রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিমাই ঘোষ, কমিটির নেতা ডা. অরুনাংশু মণ্ডল, দীলিপ মোহন্ত রাখি, প্রকাশ সরকার, বিদ্যুৎ কুণ্ডুসহ হিন্দু সম্প্রদায়ের বহু নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

৬৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে। রাধাগোবিন্দ্র মন্দির প্রাঙ্গণে আয়োজিত ৫৭তম ধর্মীয় এ অধিবেশনে হিন্দু সম্প্রদায়ের হাজারো ভক্তের সমাগম ঘটবে। এছাড়া প্রত্যেক দিন অনুষ্ঠানে আগত ভক্ত সাধারণের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে আয়োজক কমিটি জানায়।    

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।