ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

আমরা পুলিশের জনবল আর দক্ষতা বাড়িয়েছি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
আমরা পুলিশের জনবল আর দক্ষতা বাড়িয়েছি যশোরের সমাবেশে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

যশোর: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ১০ বছর আগের আর এখনকার পুলিশ বাহিনী এক না। কারণ, ১০ বছর আগেও মানুষ পুলিশ দেখলে ঘাবড়ে যেতো, কিন্তু আজকে মানুষ বিপদে পড়লে পুলিশ বাহিনীর কাছে আশ্রয়-সহযোগিতা চায়।

যশোর: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ১০ বছর আগের আর এখনকার পুলিশ বাহিনী এক না। কারণ, ১০ বছর আগেও মানুষ পুলিশ দেখলে ঘাবড়ে যেতো, কিন্তু আজকে মানুষ বিপদে পড়লে পুলিশ বাহিনীর কাছে আশ্রয়-সহযোগিতা চায়।

আমরা পুলিশের জনবল আর দক্ষতা বৃদ্ধি করেছি।  

আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই। বর্তমান সরকার চায়, সত্যিকার অর্থে পুলিশ জনগণের বন্ধু হোক, যোগ করেন মন্ত্রী।
 
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে যশোর জিলা স্কুল মাঠে জেলা পুলিশ প্রশাসন ও যশোর পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতায় বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু এখনো নির্মূল করা সম্ভব হয়নি। দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে ইসলামের নামে মানুষ হত্যাকারীদের নির্মূল করা এখনো সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জঙ্গি নির্মূলে কাজ করছে।
 
বুধবারও (১৫ মার্চ) চট্টগ্রামে একটি জঙ্গি আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার বর্তমান সরকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই জঙ্গিবাদের মূল উৎপাটন করবে, বলেন মন্ত্রী।

তিনি এসময় বলেন, সংখ্যালঘুদের ওপর কেউ নির্যাতন করতে কঠোর হস্তে দমন করা হবে। এ ব্যাপারে কেউই ছাড় পাবে না। এদেশ সব ধর্মের মানুষের। ফলে কেউ এ ব্যাপারে ভেদাভেদ আনতে পারবে না।

বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, মনিরুল ইসলাম, স্বপন ভট্টাচার্য, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, যশোর জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।  

সমাবেশে মন্ত্রী আরো বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছি। আজকের তরুণ সমাজ সেই সময় দেশকে নেতৃত্ব দেবে। কিন্তু মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা মাদক উৎপাদন করি না। আশপাশের দেশ থেকে আমাদের দেশে মাদক আসে। আমাদের যুব সমাজকে রক্ষার জন্য মাদকের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

সমাবেশ চলাকালে তিনি যশোর পৌর এলাকার ১৫ জন মুক্তিযোদ্ধার হাউজ হোল্ড ট্যাক্স মওকুফ, সিসি টিভি ক্যামেরার কার্যক্রম ও ‘হ্যালো যশোর পুলিশ’ নামে একটি মোবাইল ফোন অ্যাপস উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে ৮৬৬ জন মাদক ব্যবসায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।