ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শেষ হলো বার্ষিক অভিভাবক সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
বগুড়ায় শেষ হলো বার্ষিক অভিভাবক সমাবেশ বগুড়ায় শেষ হলো বার্ষিক অভিভাবক সমাবেশ

বগুড়া: বগুড়া শহরের নারুলী উত্তরণ হাইস্কুল ও নারুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক অভিভাবক সমাবেশ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে নারুলী উত্তরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম নান্টুর সভাপতিত্বে স্কুলমাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের এমপি নুরুল ইসলাম ওমর।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে।

আগামীর নেতৃত্ব দেওয়ার জন্য তাদের সুনাগরিক হিসেবে গড়তে হবে। সুনাগরিক ছাড়া উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে অভিভাবকসহ সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ডা. মকবুল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, জেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা হোসেন আলী, হুইপপত্নী শিউলি ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা তৌফিক আজিজ, সহকারী উপজেলা শিক্ষাকর্মকর্তা গোলাম কবির, সাবেক ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হোসেন দেওয়ান, ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী, বগুড়া কলেজের অধ্যক্ষ কেবিএম মুসা, নারুলী উত্তরণ হাইস্কুলের প্রধান শিক্ষক ইয়াছিন আলী, ব্যবসায়ী মাহবুব হামিদ তারা, আলতাফ হোসেন প্রধান, ফজলুর রহমান ও রামগোপাল গোস্বামী প্রমুখ।

শেষে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এমবিএইচ/জিপি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।