ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ৬৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
বরিশালে ৬৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ

বরিশাল: বৃহত্তর মেঘনার মোহনাসহ বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৬৩ হাজার ২’ শ মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী। যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিজলা, মেহেন্দীগঞ্জ, পাতারহাট, ভোলার ইলিশা, কালাবাদর, আড়িয়াল খাঁ ও মেঘনা মোহনায় অভিযান চালায় নৌবাহিনী। এসব অভিযানে অবৈধ ‍জালগুলো জব্দ করা হয়।

সন্ধ্যা সাড়ে ৭ টায় কীর্তনখোলা নদী সংলগ্ন রসুলপুরে কোস্টগার্ড স্টেশনে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। ওই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস বিভাগের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস পদ্মার সাব লেফটেন্যান্ট তাকিম। জাল আটক করে পোড়ানোর খবর নিশ্চিত করেছেন তিনি।

বাংলাদেশ সময় : ০২৩১ ঘন্টা, মার্চ ১৭, ২০১৭
এমএস/এসআই/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।