ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ার দৌলতপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
কুষ্টিয়ার দৌলতপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সেলিম (৪০) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত সেলিম একজন ডাকাত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আদাবাড়ীয়া-শিয়ালিয়া মাঠে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গভীর রাতে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে।   পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছোড়ে।

এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ সেখানে গিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি এলজি শাটার গান, এক রাউন্ড গুলি ও কিছু সরঞ্জাম জব্দ করে।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
জিপি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।