বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আদাবাড়ীয়া-শিয়ালিয়া মাঠে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গভীর রাতে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়।
এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ সেখানে গিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি এলজি শাটার গান, এক রাউন্ড গুলি ও কিছু সরঞ্জাম জব্দ করে।
বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
জিপি/জেএম