ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে পাহাড় ধসে নিহতদের পরিবারকে প্রশাসনের সহায়তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
রাঙামাটিতে পাহাড় ধসে নিহতদের পরিবারকে প্রশাসনের সহায়তা

রাঙামাটি: রাঙামাটিতে পাহাড় ধসে নিহত তিনজনের পরিবারকে রাঙামাটি জেলা প্রশাসন মাথা পিছু ২০ হাজার টাকা এবং ৩০ কেজি খাদ্যশস্য দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে এসে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এ সহযোগিতা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. সুমনী আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা কাজী মাসুদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, নিহতদের দাফন সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহযোগিতা করা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব জেলা প্রশাসন বহন করবে।

তিনি জানান,আইন না মেনে পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে যততত্র বাড়ি নির্মাণ করায় এমন দুর্ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে দুটি ভবনধসের ঘটনা ঘটেছে। নিরাপদে বসবাসের পর রাঙামাটিবাসীকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ধরনের ঝুঁকি এড়াতে সব ব্যবস্থা নেবে জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
জেএম

**
রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহত ৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।