শুক্রবার (১৭ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে এঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, সকালে ঢাকাগামী যাত্রীবাহী যমুনা এক্সপ্রেস ট্রেনের পেছনের বগির সামনের চাকা লাইনচ্যুত হয়।
এতে যাত্রী নিয়ে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। ঢাকা থেকে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। ঠিক কত সময় পরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনো বলা যাচ্ছে না বলে জানান এএসআই মো. দাদন মিয়া।
বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আরএস/ওএইচ/