ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের সালথায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
ফরিদপুরের সালথায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন ধরে গেলে তারা মারা যান।

স্থানীয় ইউপি সদস্য ইউনুছ মোল্যা জানান, নিহত মায়ের নাম ফরিদা বেগম (২৮) ও মেয়ে রাবেয়া (০৫)। এ ঘটনায় গৃহকর্তা ভ্যানচালক সেন্টু মোল্যা (৩৫) মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন; তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, রাবেয়া সেন্টু মোল্যার একমাত্র সন্তান ছিল। স্ত্রী ও কন্যা পুড়ে মারা যাওয়ায় তার আপন বলতে কেউ রইলো না। ফায়ার সার্ভিস আসার আগে এলাকাবাসী অনেক চেষ্টা করেও তাদের বাঁচাতে পারেননি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতেই হতাহতের ঘটনা।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭/আপডেট ১১০৬ ঘণ্টা
আরকেবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।