ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকীতে তার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান। পরে সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুকন্যা পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।

এ সময় সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের শীর্ষ ও তৃণমূল নেতারা।

এ সময় অাওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সড়ক প‌রিবহন মন্ত্রী ওবায়দুল কা‌দের, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ অাশরাফুল ইসলাম, কৃ‌ষিমন্ত্রী ম‌তিয়া চৌধুরী, বা‌ণিজ্যমন্ত্রী তোফা‌য়েল অাহ‌মেদ, শিল্পমন্ত্রী অামির হো‌সেন অামু, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জি‌নিয়ার মোশাররফ হো‌সেন, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল ক‌রিম সে‌লিম এম‌পি, লে. কর্নেল (অব.) ফারুক খান এম‌পি, উপ‌দেষ্টামণ্ডলীর সদস্য কাজী অাকরাম উদ্দিন অাহ‌মেদ, স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খাঁন কামাল, মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অা ক ম মোজা‌ম্মেল হক, ম‌হিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মে‌হের অাফ‌রোজ চুম‌কি, অাওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ক‌বির নানক এম‌পি, সাংগঠ‌নিক সম্পাদক অা ফ ম বাহাউদ্দিন না‌সিম, শেখ হেলাল উদ্দিন এম‌পিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

বর্তমা‌নে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভব‌নে অবস্থান ক‌রছেন। বি‌কেল সা‌ড়ে ৩টায় তি‌নি জাতীয় শিশু দিব‌সের অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন, বক্তব্য দেবেন।

***বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭/আপডেট ১২০০ ঘণ্টা
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।