হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিষ্ণুপুর থেকে ভারতীয় মদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৭ মার্চ) সকালে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর খালেদ মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালায়।
এসময় পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ফেনসিডিল, ১০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।