তারা হলেন, সদর উপজেলার চেলোপাড়ার মৃত শিশির চন্দ্রের ছেলে রতন চন্দ্র দাস (৪৮) ও শাজাহানপুর উপজেলার মুনসেকপুর গ্রামের মৃত লফিজ উদ্দিনের ছেলে মানিক মিয়া (৩০)।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এমবিএইচ/আরআইএস/আইএ