কুমিল্লা: কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে টিপরা বাজার এলাকার ওষুধ মার্কেটের পেছনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার আশরাফুল (৩৪) ও কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার তানিম ইকবাল (২৩)।
স্থানীয়রা জানান, রাতে তিন শ্রমিক টিপরা বাজার এলাকায় একটি ভবনের দেয়াল তৈরির জন্য ভেকু দিয়ে একটি ছোট পাহাড় কাটার সময় তারা মাটিচাপা পড়েন।
এসময় একজন শ্রমিক অক্ষত অবস্থায় বেঁচে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।