ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি নির্বাচনে নীল দল জয়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি নির্বাচনে নীল দল জয়ী

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি নির্বাচনে ১৬টি পদের সবগুলোতে আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু-নীল দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিতরা হলেন- তপন কুমার সরকার (সভাপতি), বিজয় কুমার কর্মকার (সহ-সভাপতি), মো. শফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক), আল জাবির (যুগ্ম-সাধারণ সম্পাদক), প্রণব কুমার মণ্ডল (সাংগঠনিক সম্পাদক), মো. রফিকুল আমিন (কোষাধ্যক্ষ), সদস্য- শাহজাদা আহসান হাবিব, মো. বাকীবিল্লাহ, মাসুদ রানা, লিটন কুমার বিশ্বাস, আলভী রিয়াসাত মালিক, ইন্দ্রানী মণ্ডল, বিজয় চন্দ্র দাস, নুসরাত শারমিন, মো. শফিকুল ইসলাম এবং আল মঞ্জুর এলাহী।

রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ, জমা দেওয়া এবং প্রত্যাহারের শেষ সময় মধ্যে ঘোষিত পদে বঙ্গবন্ধু-নীল দল মনোনীত প্যানেল থেকে সমান সংখ্যক মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর কমিশনের কাছে বৈধ বলে গৃহীত হয়। এছাড়া অন্য কোনো প্যানেল বা প্রার্থীর মনোনয়নপত্র জমা না পড়ায় বঙ্গবন্ধু-নীল দল প্যানেলকে নির্বাচন কমিশন বিজয়ী বলে ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এমএএএম/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।