শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন উপলক্ষে নগর ভবনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালের নেতৃত্বে সংস্থার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা বিশাল কেক কেটে, বেলুন এবং পায়রা উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান শুরু করেন।
এরপর শতাধিক শিশু-কিশোর বঙ্গবন্ধুর জীবনী নিয়ে শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর কর্পোরেশন পরিচালিত সংগীত শিক্ষাকেন্দ্রের শিক্ষকরা এবং নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি খান মোহাম্মদ বিলাল। কর্পোরেশনের সচিব খান মোহাম্মদ রেজাউল করিমসহ বিভাগীয় প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এসএম/এমজেএফ